খাগড়াছড়ির পানছড়িতে ১০টি বাড়ির লকডাউন প্রত্যাহার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০২০, ১৪:১৮

আবদুল জলিল, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি;

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় কলেনী পাড়া এলাকার দম্পতির দ্বিতীয় ধাপে করোনার ফলাফল নেগেটিভ আসায় এবং কলেনী পাড়া ও মোহাম্মদপুর এলাকা থেকে করোনা সন্দেহে সেম্পল নেওয়া সবকটির ফলাফল নেগেটিভ আসায় ১০ টি বাড়ি থেকে লকডাউন প্রত্যাহার করা হলো।

৭ জুন শনিবার দুপুর ১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা ১০টি বাড়ির লকডাউন তুলে দেন।

এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি থানার পুলিশ সদস্য,রেডক্রিসেন্ট এর যুব প্রধান রায়হান আহম্মেদ, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

এই সময় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা বলেন;আজ থেকে কলেনী পাড়া ও মোহাম্মদ এলাকার ১০টি বাড়ি থেকে আমরা লকডাউন তুলে দিলাম।করোনা পজেটিভ থেকে নেগেটিভ আসা দম্পতি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।তারপরও আমরা ওনাদের স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করার পরামর্শ দিয়েছি।