খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৭ ২০২০, ১৩:৫০
আবদুল জলিল, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ (মঙ্গলবার) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ শেষে দীঘিনালা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জওহর লাল চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিটু দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু , দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান , বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।