খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় নারী দিবস পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৮ ২০২০, ১৬:২২

আবদুল জলিল, খাগড়াছড়ি: “প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন।

দিবসটি উপলক্ষে রবিবার ৮ মার্চ সকালে নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি ও নারীপক্ষ দুর্বার নেটওয়ার্ক কর্মসূচী উইমেন রিসোর্স পৃথক পৃথকভাবে খাগড়াছড়ি পৌরসভার সম্মুখ হতে এবং টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের শাপলা চত্বর হয়ে পৌর টাউন হল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালীতে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম সহ বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা অংশগ্রহণ করে।

এই দিকে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ মিলনায়তনে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বেতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি নারী সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, এডিসনাল এসপি অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিগার সুলতানা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালীকা ত্রিপুরা, সচেতন নাগরিক সমাজ এর নারী নেত্রী চিংমেপ্রু মারমা।

বক্তারা নারী দিবসের উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। দেশে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে। বক্তারা সকলে মিলে নারীর প্রতি সহনশীল আচরন করার আহবান জানান।

এরপর অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগড়িতে খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর হতে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জয়িতা পুরস্কার পেয়েছেন শাফলা দেবী ত্রিপুরা, সফল জননী নারী জয়িতা পুরস্কার পেয়েছেন জ্যোৎস্না চাকমা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়িতা পুরস্কার পেয়েছেন সাধনা ত্রিপুরা ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জয়িতা পুরস্কার পেয়েছেন মায়ালতা চাকমা।