খাগড়াছড়িতে চিকিৎসার জন্য ডেকে নিয়ে চিকিৎসককে খুন
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৫ ২০২০, ১৪:৫৮

কাজী শহিদুল্লাহ ওয়াহেদ: পার্বত্যজেলার মাটিরাঙায় চিকিৎসার জন্য ডেকে এক পল্লী চিকিৎসকে খুন করেছে দুবৃর্ত্তরা। নিহত চিকিৎসকের নাম নুর মোহাম্মদ টিপু।
২৪জুলাই, শুক্রবার দুপুরে উপজেলার সাপমারা ব্রিজের নিচে পাহাড়ি ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
করোনা চিকিৎসার জন্য ডেকে নিয়ে তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত নুর মোহাম্মদ টিপু মৃত রহমত আলীর ছেলে। তার নিজ বাড়ি চাঁদপুর হলেও ১০ বছর ধরে তিনি মাটিরাঙার ১০ নম্বর এলাকায় বসবাস করতেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার ভোরে তিনজন যুবক এসে অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করার জন্য নুর মোহাম্মদ টিপুকে ডেকে নিয়ে যায়।
রোগীর অবস্থা খারাপ বলে টিপুকে দ্রুত বাড়ি থেকে বের করে নেয় ঐ যুবকরা। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।
মোবাইল ফোন বন্ধ থাকায় তাকে খোঁজাখুজি শুরু হয়। এরপর শুক্রবার দুপুরের দিকে নিহত নুর মোহাম্মদ টিপুর লাশ ব্রিজের নিচে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে নিহত টিপুর লাশ উদ্ধার করে।
এসময় তার পা বাঁধা ছিল এবং মাথায় জখম করা হয় বলে জানা যায়।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুউদ্দিন ভূঁইয়া বলেন, “সকালে স্ত্রীর চিকিৎসার নামে তিন-চারজন যুবক পল্লী চিকিৎসক টিপুকে ডেকে নিয়ে যায়। এরপর দুপুরে তার লাশ পাওয়া যায়। খুবই নির্মমভাবে তাকে খুন করা হয়। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে তাকে শ্বাসরোধ করে হত্যার পর হাত-পা বেঁধে সাপমারা ব্রিজ এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। মাথায় আঘাতের চিহ্ন আছে। জড়িতদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম, মাটিরাঙার পৌরসভার মেয়র শামসুল, মাটিরাঙা থানার ওসি(তদন্ত) শাহনুর আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।