খাগড়াছড়িতে উপজাতি সন্ত্রাসী দুই গ্রুপের গুলাগুলিতে নিহত ৬ জন,আহত অনেক
একুশে জার্নাল
আগস্ট ১৮ ২০১৮, ১১:৫৪
নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় উপজাতি সশস্ত্র সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টার সময় উপজাতি সশস্ত্র সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে ভারী অস্ত্র-সস্ত্র নিয়ে শহরের উত্তর খবংপড়িয়া ব্যাপক এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে। বিপুল পরিমাণ গুলির খোসা দেখা যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিহতরা হলেন খাগড়াছড়ি পিসিপির সভাপতি তপন চাকমা, সাংগঠনিক সম্পদক এনটন চাকমা, বরুন চাকমা, ডিওআইএফ খাগড়াছড়ি সভাপতি, সুমন চাকমা, সোহেল চাকমা, ও রুপন চাকমা বলে যানা যায় বাকিদের ঠিকানা এখনো পাওয়া যায়নি।