খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের বিশাল সমাবেশ
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৭ ২০১৯, ২৩:০১
কাজী শহিদুল্লাহ ওয়াহেদ: ভারতীয় উগ্রবাদী বিজেপি সরকার কাশ্মীরকে বিশেষ ক্ষমতা দেয়া অনুচ্ছেদ ৩৭০ বাতিলের মাধ্যমে কাশ্মীর বিতর্কের পর আসামের ১৯ লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে যাচ্ছে। বিজেপি সরকারের ভাষ্যমতে এ ১৯ লাখ মানুষ বাংলাদেশী নাগরিক। বর্তমান রোহিঙ্গা সমস্যার সমাধান করতেই সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে, পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে তিনি বলেন পাহাড়ে দেশদ্রোহী সন্ত্রাসী জেএসএস ও ইউপিডিএফের হাতে শুধু এখানকার বাঙ্গালীরা নয় সেনাবাহিনীরা জিম্মি, শান্তি চুক্তির পরও তাদের হাতে ভারি ভারি অস্ত্র এটা মহা উদ্বেগজনক। যা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বর জন্য হুমকি।
আজ ৭ সেপ্টেম্বর, শনিবার, বিকাল ৩টা থেকে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ইসলামী আন্দলনের সিনিয়র কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতী ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি ডা. মুহাম্মদ মেরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় সমাবেশে বক্তারা আরো বলেন গার্মেন্টসশিল্প বর্তমানে চরম সংকটে। শুধু এক কারখানায় চাকরীচ্যুত ৭০০ শ্রমিক। চামড়া শিল্প একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। দেশ এখন চরম নিরাপত্তা সংকটে ভুগছে। পুলিশ যেখানে নিরাপদ নয়; সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? সরকারের প্রশাসনিক অব্যবস্থাপনা ও কর্মকর্তাদের চারিত্রিক অবনমন, ব্যাংকখাতে ভয়ঙ্কর দুর্নীতি, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা দেশকে এক সংকটময় ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এ সকল সমস্যা সমাধানে জনগণের ঐক্যবদ্ধতার বিকল্প নাই।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি -মাওলানা রাশেদুল ইসলাম রহমত পুরী,কুমিল্লা মহানগর সেক্রেটারী মাওলানা এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি, আলহাজ্ব জসিম উদ্দিন, সেক্রেটারী আইনজীবী মুহাম্মদ নুর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসাইন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহবায়ক মুফতি ইমাম উদ্দিন কাসেমী, ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা সভাপতি আলী হোসাইন কারীমি প্রমুখ।