খাগদিওর ইসলামিয়া মাদরাসার নতুন জায়গায় নাম ফলক স্থাপন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১০ ২০২০, ২০:৫১

বালাগঞ্জ প্রতিনিধি: ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর ইসলামিয়া মাদরাসা সম্প্রসারণের লক্ষ্যে নতুন জায়গায় নাম ফলক স্থাপন উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত করা হয়।

দোয়া মাহফিলে মাদরাসা পরিচালনা করেন,শায়খুল হাদিস মাও.আব্দুর রহমান কলুমা। এ সময় উপস্থিত ছিলেন, সুলতান পুর মহিলা মাদরাসার মুহতামিম মাও. রেজওয়ানুল হক চৌধুরী রাজু।

দয়ামির ইউনিয়ন চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন। কমিটির সদস্য, উপদেষ্টা ও শুরা সদস্য সহ এলাকার বিভিন্নস্তরের জনসাধারণ।

উল্লেখ্য যে, যুক্তরাজস্থ খন্দকার বাজার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিলর মুজিবুর রহমান আছকির ও মশহুরুল আলম চৌধুরী শামিম-এর দানকৃত মাদরাসার নতুন ৪২ শতক ভুমিতে নাম ফলক স্থাপন করা হয়।