খাগড়াছড়িতে নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৩ ২০২০, ১৯:৪৯

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি;

খাগড়াছড়িতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। আক্রান্ত হচ্ছে পুলিশ, চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাও। শনিবার জেলায় আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন। শনিবার ১৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার দীঘিনালায় আক্রান্ত তিনজনই পুলিশ সদস্য। মানিকছড়িতে ৩ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। রামগড়ে আক্রান্ত হন পুলিশের ৭ সদস্য।

এ নিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ জনে। খাগড়াছড়ির ৭ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত জেলায় গুইমারা ও লক্ষ্মীছড়িতে করোনা শনাক্ত হয়নি।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাশ জানান, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, মাটিরাঙায় ১, মানিকছড়িতে ৭ জন, রামগড়ে ৮ এবং দীঘিনালায় ৩ জনের করোনা শনাক্ত হয়। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।