খাগড়াছড়িতে হঠাৎ হামে আক্রান্ত হয়ে মৃত ১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০২০, ১৯:২৬

আবদুল জলিল, খাগড়াছড়ি;

খাগড়াছড়িতে হঠাৎ করেই দেখা দিয়েছে হাম রোগের প্রভাব। দুর্গম পাহাড়ি এলাকায় ছড়াচ্ছে এই রোগ। এসব দুর্গম চিকিৎসা সেবা না পৌছায় দ্রুত মারা যাচ্ছে আক্রান্ত শিশুরা।

বোরবার(২৯ মার্চ) জেলার দীঘিনালা উপজেলার রথীচন্দ্র কার্বারি পাড়া এলাকায় হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১ শিশু। তার নাম ধনিকা ত্রিপুরা। সে রথীচন্দ্র কার্বারী পাড়া বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষাথী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আক্রান্ত ধনিকা ত্রিপুরার মৃত্যুর পর যোগাযোগ করা হলে ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে আক্রান্ত প্রায় ৩০বজন । দ্রুত এসব আক্রান্ত এলাকায় শিশুদের হাম টিকা দেয়া না হলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.তনয় ত্রিপুরা জানান ‘‘ হাম আক্রান্তের খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌছাই।আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। ঢাকায় এদের নমুনা পাঠানো হবে। পরবর্তী প্রয়োজনে এখানে জরুরী ভিত্তিতে বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে হামের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। ’

খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ ,‘ দুর্গম এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কম এবং তারা কুসংস্কারে বিশ্বাসী । স্থানীয়দের মধ্যে টিকাভীতিও রয়েছে। এসব কারণে হামের প্রার্দুভাব বাড়ছে। তবে আক্রান্ত এলাকায় খুব দ্রুত সময়ে মধ্যে টিকা দেওয়া ব্যবস্থা করা হবে। ’