খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ১৭ পুলিশ সদস্য আহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৪ ২০২০, ০৮:০৪

খাগড়াছড়ি প্রতিনিধি;

খাগড়াছড়ির আলুটিলায় নিরাপত্তা টহল দিয়ে ফেরার পথে পিকআপ উল্টে ১৭ পুলিশ সদস্য আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে খাস্রাং রেস্টুরেন্ট এর উল্টোদিকে পুলিশ সদস্যদের বহনকারী সাজেক পরিবহন নামে পিকআপটি উল্টে গেলে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ পুলিশ সদস্যকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকিদেরকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান এবং আহতদের খোঁজখবর নেন।