খাগড়াছড়িতে মৎসজীবী লীগের আনন্দ র্যালী অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৭ ২০২০, ১৬:৫৩
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা আওয়ামী মৎসজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রাপ্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালী করে সংগঠনটি।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১০ ঘটিকায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে আনন্দ র্যালী বের হয়ে বঙ্গবন্ধু চেতনা মঞ্চে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা সংগঠনের নেতা-কর্মীদের মাঝে দিক-নির্দেশনা প্রদান করেন৷
উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মোঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক দেবেস বরন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, আবদুল জলিল সহ জেলা ও উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।