খাগড়াছড়িতে করোনা সংক্রমণ প্রতিরোধে ইউনিয়ন আওয়ামী লীগের নানা কর্মসূচি

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৭ ২০২০, ২৩:০৩

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, হাত ধোঁয়া ও বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) হতে ইউনিয়নের পানছড়ি মূখ হতে দেওয়ান পাড়া পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির সহ এলাকার আনাচে-কানাচে লিফলেট বিতরণ, হাত ধোঁয়া ও জীবাণু নাশক স্প্রে করা হয়।

ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংসানু মারমা’র অর্থায়নে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পূর্ণেন্দু বিকাশ ত্রিপুরা,
সহ সভাপতি অমল শীল,সহ সভাপতি মোঃ নূরুল হুদা শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মোনাফ
সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মংসালা মারমা বর্তমান ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাথুই মারমা সহ ছাত্রলীগের শিপন শীল, মোঃ সিদ্দিক, মোঃ আফছার হোসেন শেখ প্রমুখ৷

ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংসানু মারমা বলেন,
ধারাবাহিক ২ দিন এ কর্মসূচি অব্যাহত থাকবে।