খাগড়াছড়িতে আওয়ামী লীগের উদ্যোগে করোনা সরঞ্জাম বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৫ ২০২০, ২২:০৬

আবদুল জলিল, খাগড়াছড়ি 

করোনা ভাইরাসের প্রতিরোধে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যেগে বুধবার ২৫ মার্চ বুধবার সকালে জেলা শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চের সামনে করোনা ভাইরাস কোভিড-১৯ সুরক্ষা সরঞ্জাম বিতরণ ও জনসচেতনতা জনসাধারণের হাত ধুইয়ে দেয়া, মাক্স, সাবান,হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

উক্ত এ কর্মসূচিটির খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’ চেয়ারম্যান (প্রতিমন্ত্রী), ২৯৮ নং সাংসদ শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা উদ্বোধন করেন।

এর আগে শহরের প্রবেশ মুখে জিরোমাইল নামক এলাকায় ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় সকালবেলা হতে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে গণপরিবহনে জীবাণুনাশক ছিটানো হয়, যাত্রী ও জনসাধারণের হাত ধুইয়ে দেয়া হয়েছে।

উক্ত কর্মসূচিতে এ সময় আরো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য জাহেদুল আলম, পৌর মেয়র রফিকুল আলম,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম,জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল,নীলোৎপল খীসা,রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জসিমউদ্দীন মজুমদারসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট ও বিডি ক্লীন সহ সকল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।