খলিফায়ে মাদানী শায়খে ইমামবাড়ি ইন্তেকাল করেছেন
একুশে জার্নাল
এপ্রিল ০৮ ২০২০, ০১:০১

সিলেট বিভাগের গৌরব, হবিগঞ্জের কৃতি সন্তান, বরেণ্য আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি, খলিফায়ে মাদানী রহ. আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমাম বাড়ী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
আজ (৭এপ্রিল মঙ্গলবার দিবাগত) রাত ১২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মরহুম ২০০৫ইং থেকে মৃত্যু পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছয় পুত্র এবং তিন কন্যা সন্তানের জনক ছিলেন। দুই ছেলে তাঁর জীবদ্দশায়ই মৃত্যুবরণ করেন। এক ছেলে লেখাপড়াকালীন সময়ে পাকিস্তানে শিয়া আততায়ীদের হাতে শাহাদাত বরণ করেন।
তাঁর জানাজা ও দাফন বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়গুলো নিশ্চিত হলে জানানো হবে ইনশাআল্লাহ।
একুশে জার্নাল এর শোক প্রকাশ
শায়খে ইমামবাড়ীর ইন্তেকালে একুশে জার্নাল ডটকম এর পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁর ইন্তেকালে জাতি একজন দরদী অভিভাবককে হারাল। আল্লাহ তায়ালা তাঁর দারাজাত বুলন্দ করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সর্ব্বোত্তম সবরের তাওফিক দান করুন। আমিন।