কয়েদি নিখোঁজের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৮ ২০২০, ২১:৪৬

গাজীপুরে কাশিমপুর কারাগার-২ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বকর সিদ্দিক নামে এক কয়েদি নিখোঁজের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে ।

শনিবার (০৭ আগস্ট) দিনভর কারাগারের বিভিন্ন স্থান পরিদর্শন করে তদন্ত কমিটির সদস্যরা। পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল আবরার হোসেন কারা ফটকের সামনে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে তদন্তের কাজ শুরু করা হয়েছে। কাজের অনেকটা অগ্রগতি হয়েছে।

তবে, তদন্তের স্বার্থে এ সম্পর্কে এখনই কিছুই বলা যাচ্ছে না। অল্প সময়ের মধ্যে তদন্তের ফলাফল সম্পর্কে জানানো হবে।

এসময় তদন্ত কমিটির অন্য দুই সদস্য ঢাকা রেঞ্জের ডিআইজি প্রিজন এটিএম তৌহিদুল ইসলাম, মানিকগঞ্জের সিনিয়র জেলার বিকাশ রায়হান সাথে ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিক নিখোঁজ হয়। এ ঘটনায় দায়িত্ব পালনে গাফলতির অভিযোগে আরও দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে শুক্রবার দায়িত্ব পালনের অবহেলায় ১২ জন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে প্রধান কারারক্ষীসহ ৬ জনকে সাময়িক বরখাস্ত এবং ৬ জন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।