ক্ষমতা হলো সেবা করার সুযোগ, ভোগ-বিলাসে মত্ত থাকা নয়: প্রধানমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
জুন ০৬ ২০২২, ১৪:২১
ক্ষমতায় বসে ভোগ-বিলাস নয় বরং জনগণের মৌলিক অধিকার ও সব ধরনের চাহিদা পূরণে কাজ করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএসের
সুবর্ণজয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সেবার মানসিকতা নিয়ে রোগীর পাশে থাকতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।
চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু পেশা হিসেবে নয়, সেবার ব্রত নিয়ে রোগীদের পাশে দাঁড়াতে হবে।’ শিগগিরই আরও ডাক্তার এবং নার্স নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের এমন কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলার হাসপাতালগুলোতে বার্ন ইউনিট স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে।
বিশেষায়িত চিকিৎসা সেবা যাতে অনলাইনেই মানুষ পেতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তৃণমূলে এখন ৩২ ধরনের ঔষধ বিনামূল্যে দেয়া হচ্ছে। এখন বাংলাদেশেই কম খরচে এবং কম সময়ে ডাক্তাররা ডিগ্রি অর্জন করতে পারছেন বলেও জানান সরকার প্রধান।
রোগীদের সঙ্গে সুন্দর ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘চিকিৎসার চেয়ে সুন্দর আচরণ অনেক বেশি প্রয়োজন। কারণ ডাক্তারের সুন্দর কথায় কিন্তু মানুষ অনেকটা সুস্থ হয়ে যায়। আপনারা নিশ্চয় রোগীদের সাথে ভালো ব্যবহার করবেন।’
গবেষণার বিষয়ে সরকারপ্রধান বলেন, ‘আমি সব সময় গবেষণায় গুরুত্ব দেই। চিকিৎসা বিজ্ঞানেও গবেষণা বাড়াতে হবে। গবেষণায় নজর দিতে হবে সবার। এক্ষেত্রে যত ধরনের
সহযোগিতার প্রয়োজন, আমার পক্ষ থেকে পাবেন।’ শেখ হাসিনা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার কাছে ক্ষমতার অর্থ হলো মানুষের সেবা করার সুযোগ। ভোগ বিলাসে মত্ত থাকা নয়। আপনারাও যে যেই পেশায় থাকেন, সেখানে সেবা দেন। এতেই আনন্দ পাবেন। আমরা শিক্ষাসহ সব দিক দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’