ক্ষমতায় টিকে থাকার দেন দরবার করতে ভারত সফরে প্রধানমন্ত্রী: রিজভী
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৭ ২০২২, ১৪:৪৬
দেশের সার্বভৌমত্ব বিক্রি করে ক্ষমতায় টিকে থাকার দেন দরবার করতে প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন কী না, এ প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে রিজভী এমন মন্তব্য করেন। নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।
এ সময় অভিযোগ করে রিজভী বলেন, সরকারের চরম অদূরদর্শীতার কারণে দেশ এখন দুর্ভিক্ষের শংকায়। এ অবস্থায় প্রধানমন্ত্রীর ভারত সফর সুখকর নয় বলেও মন্তব্য রিজভীর।
তিনি বলেন, দেশের সকল গণতান্ত্রিক শক্তির ওপর নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে সরকার। সেই সাথে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে, তাদের জনসমর্থন পুরোপুরি শূন্যের কোঠায়। এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ অন্যান্য নেতারা।