ক্ষমতার মুকুট নয়, উন্নয়ন আর জনসেবা করার লক্ষে প্রার্থী হয়েছেন মিলি
একুশে জার্নাল
এপ্রিল ০২ ২০১৯, ২০:১১

আসিফ আহমেদঃ ক্ষমতার মুকুট আর সম্পদের পাহাড় গড়তে নয়,প্রার্থী হিসাবে মাঠে নেমেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশন বর্ধিত অংশ শম্ভুগঞ্জ, চরকালীবাড়ী,চরগোবিন্দপুর,চরগোবদিয়াসহ এলাকাগুলো নিয়ে নবগঠিত ৩১,৩২ ও ৩২নং ওয়ার্ডবাসীর নাগরিক সেবা ও উন্নয়নের মাধ্যমে এলাকাগুলোকে বর্তমান সরকারের নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে জনগনের বসবাস উপযোগী এলাকা গড়তে। উন্নত জীবন যাপনে সঠিক বিকল্প নেই। উন্নয়নের মাধ্যমে মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নে স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে-ঘরে পৌছে দেওয়ার মাধ্যমে সোনার বাংলার অন্তর্গত চরাঞ্চল গড়ার লক্ষে সকলে দোয়া সহযোগিতা কামনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ডের জনপ্রিয় নারী সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী শাহিনুর আক্তার মিলি জানান নবগঠিত তিনটি ওয়ার্ডকে দৃশ্যমান ও পর্যটন এলাকা হিসাবে রুপান্তরিত করাসহ সহ সাধারন মানুষের কল্যানে দুর্ণীতিমুক্ত জনকল্যাণমোলক জনপ্রশাসন কে জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়ার মাধ্যমে জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটাতে এবং স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে বেকারমুক্ত আধুনিক সমাজ গঠনে কাউন্সিলর পদে সমর্থন প্রত্যাশায় মাঠে নেমেছি। তিনি বলেন-নতুন সিটির চরাঞ্চলবাসীর দুঃখ-দুর্দশা লাগব করাই আমার লক্ষ,সে লক্ষেই জনগনের সহযোগীতা কামনা করে এ পর্যন্ত নির্বাচনী এলাকার তিন ওয়ার্ডের প্রতিটি বাড়ী-বাড়ী, হাট-বাজারে,গুরুত্বপুর্ণ মোড়ে-মোড়ে গিয়ে গনসংযোগের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেছি। উন্নয়নের ধারাবাহিকতা চলমান রাখতে আসন্ন ময়মনসিংহ সিটি নির্বাচনে কাউন্ডিলর পদে ভোট ও দোয়া চেয়ে যাচ্ছি। নির্বাচিত হলে সকলের দোয়া ও সহযোগিতায় এলাকাকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাবো। সাক্ষাতকারে -এমন মনোভাব ব্যক্ত করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১,৩২ও ৩৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী শাহিনুর আক্তার মিলি। নবগঠিত তিনটি ওয়ার্ডের আগামীর উন্নয়নে স্বচ্ছ ও ক্লীন ইমেজের প্রার্থী হিসাবে জনবান্ধব নেত্রী মিলির বিকল্প নেই এমন দাবী করে-আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্যদের সিংহভাগ ব্যক্তিবর্গরা জানান-আসন্ন সিটি নির্বাচনে বিজয় ধরে রাখাই একটি কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় তিন ওয়ার্ডব্যপী যে সব প্রার্থী রয়েছে তাদের মাঝে চরাঞ্চলের তিনটি ওয়ার্ডেই অন্যতম জনপ্রিয় প্রার্থী মিলি। স্মার্ট, শিক্ষিত-ভদ্র,ক্লীন ইমেজের অধিকারী ও জনবান্ধব প্রার্থী হিসাবে শাহিনুর আক্তার মিলির জনপ্রিয়তা ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে।