ক্ষতিপূরণ না দিলে গ্রীনলাইনের বাস জব্দ হবে -হাইকোর্ট

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৪ ২০১৯, ১৬:৫৩

পা হারানো রাসেল (মাঝে)

 

রাজধানীতে গ্রিনলাইন বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরের মধ্যে গ্রিন লাইনের ব্যবস্থাপককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। না মানলে গ্রেপ্তারের আদেশ দেয়া হবে বলেও জানানো হয়।

আদালত বলেছে, প্রয়োজনে গ্রিন লাইনের সব গাড়ি জব্দ করে নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করা হবে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। বেপরোয়া বাসের চাপায় পা হারানো রাসেলকে দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা দিতে গত ১২ মার্চ গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি রাসেলের অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে এবং পায়ে সর্বাধুনিক প্রযুক্তির কৃত্রিম পা লাগানোর খরচও গ্রিন লাইন কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়।

গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারান প্রাইভেটকার চালক রাসেল।