ক্রিকেটার মুশফিকুর রহিম এখন মদিনায়

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৭ ২০১৮, ২৩:২১

একুশে জার্নাল ডেস্ক:
পবিত্র উমরাহ পালনের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম এখন মদীনা মুনাওয়ারায় অবস্থান করছেন। গতকাল সোমবার (৬মে)তিনি মসজিদে নববীর সামনে পাঞ্জাবি-টুপি পরিহিত একটি ছবিসহ ফেসবুকে পোস্ট দেন।
ফটো ক্যাপশনে তিনি লেখেন মদীনা … আলহামদুলিল্লাহ।

মুশফিকুর রহিমের এ ছবিটি ইতিমধ্যে ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রথম ১০ ঘণ্টায় ৪৬ লক্ষাধিক মানুষ লাইক দিয়ে মুশফিককে শুভ কামনা জানিয়েছেন। এছাড়াও ওই ছবিটিতে ছয় শতাধিক মানুষ নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গত ফেব্রুয়ারিতে মুশফিকুর রহিম বাবা হয়েছেন। প্রথম সন্তানের বাবা হয়ে যারপরনাই আনন্দিত দেশের জনপ্রিয় এ ক্রিকেট তারকা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ব্যস্ত শিডিউলের কারণে পুত্রসন্তান জন্ম নেওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি মুশফিক।

জন্মের সময় সন্তানের পাশে থাকতে না পারলেও এবার সন্তানকে নিয়ে ওমরাহ হজ পালন করতে সৌদি আরবের মক্কা শরীফ যান মুশফিক।

গত ৩ মে পবিত্র উমরাহ হজ করার আনুষ্ঠানিক পোশাকে মক্কা শরিফের সামনে ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করেন তিনি।

কাবা শরীফের সামনে ছেলেকে নিয়ে বাবা মুশফিকুর রহিম

বাংলাদেশের সামনে এখন আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ঘরোয়া লিগও শেষ হয়েছে মাত্র। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হতেও বেশ কয়েক দিন বাকি।