‘ক্যাসিনো’ চালানো ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বর্ডির চেয়ারম্যান রাশেদ খান মেনন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২০ ২০১৯, ১৭:৪৮

আবির আবরার:

‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৪২ জনকে আটক করা হয়েছে। এছাড়াও আনুমানিক ২০ লাখ টাকাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পরে ক্লাবের সভাপতি যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। ‘ক্যাসিনো’ চালানো ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন।

ক্যাসিনোকাণ্ড নিয়ে সাংবাদিকের সাথে কথা বলার সময় রাশেদ খান মেনন বলেন, “ইয়ংমেন্স ক্লাব একটি ফুটবল ক্লাব। ফুটবল ক্লাব হিসেবে গভর্নিং বর্ডির সভাপতি হই আমি। শুধু উদ্বোধনের দিন আমি সেখানে গিয়েছি। এরপর আর যাইনি।”

“যেহেতু আপনি ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান সেই ক্লাবে অবৈধ জুয়া খেলার মতো অপরাধ সংঘটিত হচ্ছে এর দায়ভার কি আপনার উপর পড়ে না” সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না এর দায়ভার আমি নেব না। গভর্নিং বর্ডি তো একটা উপদেষ্টা কমিটি মাত্র। এর আর কোন কাজ নেই।”

“ক্যাসিনোর প্রধান কক্ষে আপনার ছবি টানানো ছিলো, তারা আপনার নাম ভাঙ্গিয়ে এসব অপরাধ কর্ম চালিয়েছে, এর দায়ভার কি আপনার উপর বর্তায় না?” সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- “সেখানে তো শেখ হাসিনার‌ও ছবি আছে, বঙ্গবন্ধুর‌ও ছবি আছে, তো কি হয়েছে? এর দায়ভার কি তারা নেবেন?

“তাছাড়া আপনি এলাকার জনপ্রতিনিধি। সে হিসেবে আপনার কি কোন দায়িত্ব ছিল না?” এমন প্রশ্ন করতেই তেলে বেগুনে ক্ষেপে যান রাশেদ খান মেনন। ক্ষেপে গিয়ে তিনি বলেন- “আপনি আমাকে জাজ করতে পারেন না। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। ওভার ক্লেভার হওয়ার চেষ্টা করবেন না। আমি আপনার সম্পাদককে ফোন করে বলবো যে, আপনি আমাকে জাজ করছেন।”

কিন্তু সাংবাদিক বিষয়টি অস্বীকার করে বলেন- “আমি আপনাকে জাজ করিনি। আমি আপনাকে শুধু প্রশ্ন করেছি।”