ক্যাম্পাসে নতুন কোনো ফ্যাসিজম আমরা চাই না: শাবিপ্রবি ছাত্র মজলিস সেক্রেটারি

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৩ ২০২৫, ২৩:৩৪

বালাগঞ্জ প্রতিনিধি:

ক্যাম্পাসে নতুন কোনো ফ্যাসিজম আমরা চাই না

-জুনাইদ আহমদ
সেক্রেটারি,শাবিপ্রবি

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ১২রমজান বৃহস্পতিবার, বাদ আছর কলেজ শাখা দায়িত্বশীল সামাদ আহমদের পরিচালনায় ও জাবেদ হুসাইনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা সেক্রেটারী জুনাইদ আহমদ।

প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন- হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিজমের বিদায় হয়েছে। ক্যাম্পাসগুলোতে এখন শান্তি বিরাজমান। কোনো একক দল বা গোষ্ঠীর এই বিজয় নয়। এই বিজয় সবার। এর অংশীদার আমরা সবাই। গতবছরও ক্যাম্পাসগুলোতে কোনো ছাত্র সংগঠনের প্রোগ্রাম সহ্য করতো না নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ৷ ইফতার ও কোরআন মাহফিলের মতো অনুষ্ঠান সমূহেও বাঁধা দিতো। আজ তারা হারিয়ে গেছে। সুতরাং নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলে তারাও সময়ের পালাবদলে হারিয়ে যাবে। ক্যাম্পাসগুলোতে নতুন কোনো ফ্যাসিজম আমরা চাই না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি সাংবাদিক আবুল কাশেম অফিক, খেলাফত মজলিস বালাগঞ্জ শাখা সেক্রেটারী কবি মীম হুসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখা সভাপতি গোলাম কিবরিয়া, সেক্রেটারি আবু সুফিয়ান, বায়তুলমাল সম্পাদক নূর মোহাম্মদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলী আছগর, মাওলানা জাবেদ আহমদ, বুরহান মাহবুব, নাজিমুর রহমান, মুজাহিদ আহমদ প্রমুখ।