ক্বারী আবদুল গণী রহ. এর ইন্তেকালে ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানীর শোক প্রকাশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২৩ ২০১৯, ১৫:২৩

দেশের অন্যতম ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক ক্বিরাত বিভাগীয় প্রধান, আনোয়ারা, বখতিয়ার পাড়া তরতীলুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও ছদরে মুহতামিম
উস্তাদুল কুররা ক্বারী আবদুল গণী রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সদস্য সচিব, আল্লামা ইসহাক মাদানী রহ. সুযোগ্য সাহেবজাদা, বিশ্বনন্দিত ক্বারী, শাইখ সাদ সাইফুল্লাহ মাদানী।

গণমাধ্যমে দেয়া এক শোকবার্তায় সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক ক্বিরাত বিভাগীয় প্রধান, হাফেজ আব্দুল হক দা.বা. সহ হাজারো হাফেজ কারী সাহেবানদের মুহসিন উস্তাদের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।

শোক বার্তায় তিনি বলেন ক্বারী আবদুল গণী সাহেব রহ. এর পুরোটি জীবন কেটেছে কোরআনের খিদমত, ইলমে ক্বিরাতের জ্ঞানচর্চা ও শিক্ষকতায়। তিনি আমাকে খুব মুহাব্বত করতেন পরামর্শ দিতেন ভালোবাসতেন।
দোয়া করি আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন।

প্রসঙ্গত, আজ শুক্রবার (২৩ আগষ্ট) রাত ০১:৩০ মিনিটে চট্টগ্রাম সি এস সি আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬বছর। তিনি এক ছেলে ও চার মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আজ আসরের নামাজের পর আনোয়ারা বখতিয়ারপাড়া তরতিলুল কুরআন মাদরাসায় তাঁর জানাজার নামায অনুষ্ঠিত হইবে।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।