কোয়ারেন্টাইন না মানায় রূপগঞ্জে দুই প্রবাসীকে জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২২ ২০২০, ১৬:১৮

মাহবুবুর রহমান। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের অন্তর্গত মাঝিনা নদীরপাড় এলাকার (১) নুর সালাম, পিতা মৃত- পিতামৃত- সোবহান, (২) আনোয়ার হোসেন, পিতা- জয়নাল। তারা দুইজন মালেশিয়া ও দুবাই হতে দেশে ফিরেছেন।

করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধের জন্য তাদের ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হলেও অদ্য ২১/০৩/২০২০ খ্রি. তারিখ রাত ৭:৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে তাদের বাসায় যেয়ে দেখেন তারা পরিবারের সদস্যদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। যাহা তাদের সহ অন্যান্য সকলের জন্য অত্যান্ত ঝুকিপূর্ণ। (১) নুর সালাম, পিতা মৃত- পিতামৃত- সোবহান, (২) আনোয়ার হোসেন, পিতা- জয়নাল কে এইরুপ আচরনের জন্য দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৫০০০/-(পাঁচহাজার) টাকা করে মোট ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন রূপগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম।