কোরআন প্রতিযোগীতায় তুরস্কে যাচ্ছে বাংলাদেশের ফারহান হাবিব অাওলাদ
একুশে জার্নাল
মার্চ ৩০ ২০১৮, ০৫:৫৮
একুশে জার্নাল ডেস্ক: কোরআন প্রতিযোগীতায় তুরস্কে যাচ্ছে বাংলাদেশের ফারহান হাবিব অাওলাদ। হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ী সাইনবোর্ডের মারকাজুত তাহফিজ মাদরাসার ছাত্র।
তাছাড়া এবার ২০১৮তে বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে মারকাজুত তাহফিজের ছাত্ররা। কুয়েতে যাচ্ছে হাফেজ তরিকুল ইসলাম, ইরানে যাচ্ছে হাফেজ এহসান উল্লাহ এবং জর্দানে হাফেজ গাজী আব্দুল্লাহ দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন তাদের উস্তাদ হাফ্রজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী!
উল্লেখ্য, প্রতিবছরই বিভিন্ন দেশের কোরআন প্রতিযোগীতায় জয়ী হয়ে বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন এই কোরআনের পাখিরা।