কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হকসাহেবের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০২০, ১৯:৩৭

এম.এস আরমান,নোয়াখালী;

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা বিএনপি সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হকের (হকসাব) স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(৬ জুন) শনিবার বিকেলে রামপুর ইউনিয়নে মরহুমের বাড়ির দরজায় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইউনিয়ন সভাপতি আবুলকাসেম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলালের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, পৌরসভা বিএনপি সভাপতি আব্দুল মতিন লিটন,উপজেলা যুবদল সভাপতি ফজলুল কবির ফয়সাল,যুবদল সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন সুমন, উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি

সামছুদ্দিন হায়দার,উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ,সরকারী মুজিব কলেজ সভাপতি খালেদ সাইফুল্যাহ ইমন,রামপুর ইউনিয়ন যুবদল সভাপতি মীর কাসেম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী জিন্না,ছাত্রনেতা আজিজুল হক ফয়সালসহ প্রমূখ নেতৃবৃন্দ।