কোম্পানীগঞ্জে জুয়াড়িদের হামলায় যুবক আহত
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৫ ২০২০, ১৩:৩২
এম.এস আরমান : নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় জুয়ার আসরে বাধা দেয়ায় জুয়াড়িদের হামলায় স্বপন (২৮) নামের এক যুবক ঘুরতর আহত হয়ে নোয়াখালীর মাইজদী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নস্থ বাঞ্চারাম বাজারে গত ১৩ আগষ্ট রোজ-বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় জুয়ার আসর চলাকালিন স্বপন ও তার বন্ধুবান্ধব জুয়া বিরুধী মন্তব্য করায় জুয়াড়ি জাহাঙ্গীর, হামিদ ও রনি সহ ৭/৮ জন জুয়াড়ি দেশিয় অশ্রনিয়ে অতর্কিত হামলা চালায় স্বপনের উপর,এসময় স্বপন ঘুরতর আহত হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়,পরে তাতক্ষনিক স্বপনকে কোম্পানীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়,অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্বপনকে নোয়াখালী সদর হাসপাতালে হস্তান্তর করা হয়।
স্বপন রামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মৃত আবদুল হালিম মেম্বারের ছোট ছেলে,স্বপনের পরিবারের সাথে কথা বলে জানা যায় এই বিষয়ে থানায় এখনো মামলা হয়নি তবে প্রকৃয়া চলছে।
উল্লেখ্য কোম্পানীগঞ্জে গত ২৯জুন চর হাজারী ১ নং ওয়ার্ডেও জুয়ার আসরে বাধা দেয়ায় একজন ঘুরতর আহত হন জুয়াড়িদের হামলায়। সচেতন মহলের দাবী এইসমস্ত জুয়াড়িদের পুলিশ গ্রেপ্তার করলেও এরা সহজে জামিনে বেরিয়ে চলে আসে এবং আগের চেয়ে বেশি অপরাধে লিপ্ত হয়,স্থানিয়ভাবে তাদের বিরুদ্ধে সকলকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান যুব সমাজের।