কোম্পানীগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৫ ২০২০, ১৮:৪৪
এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতন করার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড।
আজ (৫ অক্টোবর) সোমবার বাদ যোহর বসুরহাট বাজারস্থ রেজেস্ট্রি মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে জিরোপয়েন্ট, রুপালি চত্তর ও বসুরহাট কেন্দ্রীয় মসজিদ মোড় হয়ে ইসলামী ব্যাংক প্রাঙ্গনে এসে বিক্ষোভ মিছিলটি পুলিশি বাধার মধ্যদিয়ে পন্ড হয়ে যায়।
এসময় ইশা ছাত্রের জেলা প্রচার সম্পাদক আরিফুল ইসলাম,কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ ওলি উল্যাহ সহ ৪ জনকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দেয়।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন আমরা ধর্ষণ কারীর পক্ষে নই,বিক্ষোভ মিছিল করবে ভালো কথা কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়া এতবড় প্রোগ্রাম করা কোনো ভাবেই তাদের উচিত হয়নি,তাই প্রোগ্রামে বাধাদিতে আমরা বাধ্য হয়েছি।