কোন মানুষ না খেয়ে থাকবে না: সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৮ ২০১৯, ১৬:২৬
সাবেক শিল্পমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। জনগণের কল্যাণ সরকারের একমাত্র লক্ষ্য। তিনি বলেন, সরকার বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে। কোন মানুষ না খেয়ে থাকবে না।
রবিববার গোলাপগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলি ফখর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, বাদেপাশা ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এম এ মুহিত হীরা, ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর, বাদেপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম উদ্দিন বাবলু, ছাত্রলীগ নেতা এনামুল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১ হাজার দুর্গত মানুষের মাঝে ২০ মেট্রিক টন ত্রাণ বিতরণ করা হয়। যার মধ্যে জনপ্রতি ২০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ডাল এবং সেমাই-দুধ ও শুকনো খাবার।