কোটাবিরোধী আন্দোলন কভার করবেনা একদল সাংবাদিক
একুশে জার্নাল
এপ্রিল ০৯ ২০১৮, ১৭:২৮
একুশে জার্নাল ডেস্ক:
কোটা সংস্কারের আন্দোলন কভার করা বয়কট করেছে একদল সাংবাদিক।
আন্দোলন কভার করতে গিয়ে সাংবাদিকদের মারধর এবং তাদের সঙ্গে প্রতিনিয়ত খারাপ ব্যবহারের প্রতিবাদে কোটাবিরোধী আন্দোলন কভার করা বয়কট করেছে বলে জানা গেছে।
অন্যদিকে বয়কট করা সাংবাদিকদেরকে একটি স্বার্থবাদী গুষ্টিকে খুশি করার চেষ্টা করছেন বলে দাবী করছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কয়েকদিন ধরে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে কোটাপ্রথা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে সাধারন শিক্ষার্থী ও চাকুরীজীবিরা।