কেরানীগঞ্জ মক্কীনগর মাদরাসার ইসলামী মহাসম্মেলন ১ ফেব্রুয়ারী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৫ ২০১৯, ১৭:৪১

ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত জামিয়া আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া মক্কীনগর মাদরাসার উদ্যোগে আসন্ন ১ ফেব্রুয়ারী শুক্রবার ঢাকা-কেরানীগঞ্জ মহাসড়ক সংলগ্ন মাদরাসা ময়দানে ৭ম ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হবে।

খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির আমীর মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে মাহফিলটি সকাল নয় ঘটিকায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত।

মাওলানা আব্দুল্লাহ’র পরিচালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন দারুল উলুম দেওবন্দের উস্তাজ আল্লামা সালমান বিজনুরী ও বিশেষ মেহমান হিসেবে থাকবেন মাদরাসা মুতাওয়াল্লী জালালুদ্দিন খান।

মাহফিলে বয়ান করবেন জামিয়া শারঈয়্যাহর শাইখুল হাদিস মাওলানা জাফর আহমেদ, জামিয়া রাহমানিয়ার আরাবিয়ার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ও মাওলানা হাসান জামিল প্রমুখ।

এছাড়াও বয়ান করবেন ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জিকরুল্লাহ খান, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা আম্মার আব্দুল্লাহ ও মুফতি কামরুজ্জামান।
-বিজ্ঞপ্তি