কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন কলারোয়ার ইউএনও
একুশে জার্নাল
জুন ৩০ ২০২০, ১৯:৪২
রেজওয়ান উল্লাহ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়া ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলোজি প্রোগ্রামের (ফেজ-২) এর আওতায় সি,আই,জি সদস্যদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন সাতক্ষীরা জেলার কলারোয়ার ইউএনও ।
আজ মঙ্গলবার (৩০’জুন ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কলারোয়া উপজেলা নির্বাহী মৌসুমি জেরিন কান্তা’র সভাপতিত্ত্বে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথির উপস্থিতে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ।
কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে চারটি সিআইজি সমিতির সদস্যদের মাঝে ৫ লক্ষ ৫৩ হাজার টাকা মূল্যের ২ টি পাওয়ার টিলার, ১টি রিপার মেশিন ( ধান কাটার যন্ত্র) ও ১ টি ব্রি-ওপেন ড্রাম পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে।