কৃষকের মানবিকতা: পাখির জন্য ছেড়ে দিলেন বহু কষ্টে ফলানো ধান
একুশে জার্নাল
মে ০৮ ২০২০, ১৯:২১
মো. সাখাওয়াত হোসেন: কৃষক তার ধানক্ষেতে পাকাধান কাটতে গেলেন। ধান কাটতে কাটতে একটা সময় তিনি দেখতে পেলেন তার ক্ষেতের মধ্যে দুটি পাখি বাসা বানিয়েছে। মা পাখিটা বাসায় বসে ডিমে তা দিচ্ছে। কৃষক চাইলেই ধানগুলো কেটে ফেলতে পারতেন, কিন্তু তার মানবিক মূল্যবোধের কারণে পাখির বাসাটি সংরক্ষণের জন্য ধান না কেটে রেখে দিলেন।
মানুষের মানবিক গুণগুলো মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। অন্য প্রাণীর উপর আধিপত্য বিস্তারের যে প্রভাব, এটা তাকে শ্রেষ্ঠত্ব প্রদান করেনি।
আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সন্তান তার মাকে বনে ফেলে দিয়ে যায়। আরেক শ্রেণীর মানুষ বিভিন্ন রকম পশুর প্রতি মানবিক আচরণ প্রদর্শন করে উদাহরণ সৃষ্টি করে।
প্রতিটি মানুষের মধ্যেই মনুষত্ববোধ রয়েছে। আর সেই মনুষত্ববোধ থেকেই মানবিকতা জাগ্রত হয়।
বেঁচে থাকুক মানবতা অবিরাম।