কৃষকের ধান কেটে দিচ্ছে উপজেলা চেয়ারম্যান
একুশে জার্নাল
এপ্রিল ২১ ২০২০, ২৩:০৭

মোঃ উজ্জ্বল (আশুলিয়া প্রতিনিধি): কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক অনন্য নজির স্থাপন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভুইঁয়া (জনি)।
গতকাল সোমবার (২০ এপ্রিল) তিনি উপজেলার করপাশা ইউনিয়নের রাসেল মিয়া নামে এক কৃষকের ধান কেটে নিজের মাথায় করে বাড়িতে দিয়ে আসেন। কারপাশার বড় হাওরে ধান কাটার সময় তার সাথে ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ অন্তত ৪০ জন সহযোগী। উপজেলা পরিষদের মতো বড় দায়িত্বে থেকে ও সাধারণ কৃষকের ধান কেটে দেয়ায় এলাকার এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন।
করোনার এই ভয়াবহ দিনগুলোতে তিনি মাঠে ঘাটে চড়ে বেড়াচ্ছেন জনগণের নানামুখী সেবা দেয়ার জন্য। এবার ধান কাটার মাধ্যমে নিকলীতে এমন নতুন নজির স্থাপন হলো।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভুইঁয়া বলেন, দেশের এই মহামারীর কারণে পরস্পরের সহযোগিতায় এগিয়ে এলে সব বাধা পেরিয়ে যাওয়া সম্ভব। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কৃষি অংশ নিতে। আমাদের সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড ওয়াশ, সাবান ও সামাজিক নিরাপত্তা বজায় রেখে কাজ কার হচ্ছে।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এলাকার প্রায় সব পেশাজীবিই বেকার সময় কাটাচ্ছে। এখন আর বসে থাকার সময় নেই। এই দুর্যোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিজের ধান নিজেই কাটবো। পাশাপাশি প্রতিবেশীর জমিতে ধান কাটায় সাহায্য করবো।