কৃষকদের মাঝে শস্যবীজ ও চারা বিতরণ কার্যক্রম শুরু
একুশে জার্নাল
এপ্রিল ২৬ ২০২০, ১৯:৪৬

বিশ্বজুড়ে মরণঘাতী করোনাভাইরাসের প্রভাবে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কঠিন ও ক্রান্তিলগ্নে কৃষকেরা যেন হতাশ হয়ে না পড়েন তাদের উৎসাহ ও খাদ্যশস্য উৎপাদনের আগ্রহী করে তোলতে শস্যবীজ এবং চারা বিতরণ কার্যক্রম শুরু করেছে হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন মৌলভীবাজার।
উক্ত সংগঠনের সভাপতি আব্দুস সামাদ খান ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন জুমানের নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের সরাপুর, ত্রৈলোক্যবিজয় ও উমরপুর গ্রাম থেকে এ কার্যক্রম শুরু করা হয়। প্রথম ধাপে কামালপুর ইউনিয়নের প্রায় ৮ শত পরিবারের মধ্যে শস্যবীজ ও চারা বিতরণ করা হবে।
এছাড়াও মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনমূলক প্রচার প্রচারণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সামাজিক সংগঠনটি। দেশজুড়ে লকডাউন এর ফলে অনেক মানুষ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে। সেই সব কর্মহীন অসহায়দের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে খাবার
সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য স্থানীয় বাজারগুলোতে রং দিয়ে নির্দেশনা বৃত্ত করেন সংগঠনের সদস্যরা। করোনা প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি বিতরণ করছে সাবান ও জীবাণুনাশক পাউডার।