কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে -ইসলামী যুব আন্দোলন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৮ ২০১৯, ১৫:২৯

একুশে জার্নালঃ

কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবীতে আজ ১৮মে শনিবার,জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলনের সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে বেলা ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী,এস এম আজিজুল হক, মুহাম্মাদ ইলিয়াছ হাসান, মানসুর আহমাদ সাকি প্রমুখ

নেতৃবৃন্দ বলেন ধানের ১২/১৫ টাকা কেজি হলে চালের দাম ৪০/৭০ টাকা হয় কি করে।মাঝের ২৮/৫৫ টাকা কোথায় যায় সেটা খুজে বের করতে হবে।

চালের দাম না বাড়িয়ে অধিক হারে ভর্তুকি দিয়ে কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।