কুয়েত খেলাফত মজলিসে’র মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৪ ২০১৯, ১৯:৫৫

একুশে জার্নাল ডেস্ক: গতকাল ৩/১০/২০১৯ ইং রোজ বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে খেলাফত মজলিস কুয়েত শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস কুয়েত শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা আকরাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রথমে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন খেলাফত মজলিস কুয়েত শাখার সহ সভাপতি হাফেজ আহসান উদ্দিন।
সভার অলোচ্যসূচী সমূহ ছিল:
*দারসে কোরআন, দারসে কোরআন পাঠ করেন খেলাফত মজলিস কুয়েত শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।
* গত মাসের শাখা রিপোর্ট নিয়ে পর্যালোচনা।
* আগামী মাসের কাজের পরিকল্পনা গ্রহণ।
* সিরাতুননবী( সঃ) মাহফিল উপলক্ষে কর্মসূচী গ্রহন।
আগামী ৮/১১/২০১৯ ইং রোজ শুক্রবার বাদ এশা সিরাতুন্নবী (সঃ) মাহফিল আয়োজনের সিদ্ধান্ত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস কুয়েত এর উপদেষ্টা শায়েখ হাসান বিন আমির।
* অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজ আহসান উদ্দিন, মোঃ শিহাব উদ্দিন, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আবুল হাসান, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আশরাফ আলী, মাওলানা আল আমিন।মোঃ হায়দার আলী।জিবাল মিয়া, ইলিয়াস আলী, মোঃ মাসুদ, লিয়াকত মিয়া, এবং অন্যান্য শাখার দায়িত্বশীল ভাইয়েরা।
অবশেষে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ’র মোনাজাতের মধ্য দিয়ে অত্যন্ত সফল এবং সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।