কুয়াশায় সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ হাইওয়ে পুলিশের
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৯ ২০১৯, ২২:২১
সারাদেশে তাপমাত্রা কমে এসেছে। জেঁকে বসেছে তীব্র শীত। চলতি বছরের প্রথমবারের মতো বইছে শৈত্যপ্রবাহ এর প্রভাবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে আসতে পারে। সারাদেশে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। যার ফলে দেখা দিতে পারে তীব্র বাতাস ও কুয়াশা। মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ।
এই ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আবারও কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে আশংকা করা হচ্ছে। বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারনে দৃষ্টিসীমা অনেকাংশে কমে আসছে। যার ফলে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারনা পাওয়া যায় না ফলে দুর্ঘটনার আশংকা থাকে।
এমতাবস্থায়, মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ প্রদান করা হ’ল।