কুড়িগ্রাম সদরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১০ ২০২২, ১৮:০৩

রোকন সরকার, কুড়িগ্রাম: অসতর্কতায় বিদ্যুৎস্পৃষ্টে তাইজুল ইসলাম (২৪) নামের এক সন্তানের জনকের অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নওয়ানী পাড়া গ্রামে বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে৷ মৃত্যু হয় তাইজুল ইসলামের। নিহত তাইজুল ইসলাম ওই গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বিদ্যুৎচালিত মোটর দিয়ে নিজের মোটরসাইকেল পরিষ্কার করছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে তারগুলো গুছিয়ে নেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বিদ্যুৎস্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।