কুড়িগ্রামে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে এসিড নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৪ ২০২০, ১৪:৩০

রোকন, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক কিশোরীকে এসিড নিক্ষেপের সময় রশিদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে মুখমন্ডলে এসিড ছুঁড়ে দেয়ার সময় তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ওড়নায় গিয়ে পরে। এসময় কিশোরীটির চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে যুবকটিকে আটক করে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এসিড নিক্ষেপ মামলায় আসামী রশিদ মিয়াকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান।