কুড়িগ্রামে ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৪ ২০২২, ১৩:১৫
রোকন সরকার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের অভিযানে ২৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী (কাঞ্চিয়ার কুটি) গ্রামের ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম কাশেম আলী (৫৪)। তিনি ওই গ্রামের মৃত মান্নাফের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আটককৃত আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।