কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১০ ২০২২, ১৭:২৫
রোকন সরকার, কুড়িগ্রাম: সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমান এবং নারী সমাজের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে কুড়িগ্রামে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বজলুর রশিদ বাদী হয়ে সদর আমলি আদালতে এই আবেদন করেন।
মামলার আবেদনে মহির উদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী তারিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালতের বিচারক মিজানুর রহমান বাদীর আবেদন গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে আদেশ দেওয়া হবে জানিয়েছেন আদালত।
মামলার আবেদন সূত্রে জানা গেছে, ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ২০২১ সালের ১ ডিসেম্বর অপর অভিযুক্ত মহির উদ্দিন হেলাল নাহিদকে একটি সাক্ষাৎকার দেন। যা পরবর্তী সময়ে মুরাদ হাসান তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ ও প্রচার করেন। প্রচারিত ওই সাক্ষাৎকারে ডা. মুরাদ উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নারীর প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেন। এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচার করে আসামিরা দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে ১৮৬০ সালের পেনাল কোডের ১৫৩-ক/ ৫০৫-ক/৫০৯ ধারায় অপরাধ করেছেন।
বাদীর আইনজীবী আরও বলেন, ‘আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ এবং সাক্ষ্য-প্রমাণ গ্রহণের আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী সময়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।’