কুড়িগ্রামে সা’আদ পন্থী আলেম অপেন চ্যালেঞ্জ দিয়ে পলাতক

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১২ ২০১৮, ১০:২২

 

হাবীব আনওয়ার

কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানার অন্তর্গত জামতলা বাজারে গত রাতে সা’আদ পন্থীদের জোড় অনুষ্ঠিত হয়। জোড়ে এতাতী আলেম মাও.আব্দুল আজীজ সা’আদ বিরোধী ওলামাদের প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলেন,সা’আদ সাহেব এরকম কোন কথা বলেননি যার দ্বরা দ্বীনি ইসলামের কোন ক্ষতি হয়। আলেমরা যা বলছে তা মিথ্যাচার ছাড়া কিছু নয়।
আলেম ওলামা এর কোন জবাব দিতে পারবেনা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ থাকলে যেন আমার মোকাবেলা করে।

এবং সে সাধারণ সাথীদের মাঝে মিথ্যাপ্রচারণা করেন যে, মাও. যোবায়ের সাহেব ৩০০ কোটি টাকা লুটকরে নিয়ে এখন বাঁচার জন্য ওলামাদের পিছে ছুটছে।

এতাতী আলেম আরো বলে, মনে রাখবেন আলেম ওলামারা একদিন নিস্তেজ হয়ে যাবে, আমরাই কামিয়াব হবো।

তার এসমস্ত কথা শুনার পর স্থানীয় এক তালবে ইলম দাড়িয়ে তার কথার প্রতিবাদ করেন। সে আলেম বলে উঠে কে আছে আপনার নিয়ে আসেন,আমি তার সাথে বাহাস করবো, নিশ্চয় সা’আদ সাহেবের কোন ভুল নেই। আলেমরাই ভুল পথে হাটছে…..!!!

ছাত্রটি তৎক্ষণাৎ নাগেশ্বরী বড় মাদরাসার মোহতামিম সাহেব মাও. আমিনুল ইসলাম দা.বা. হযরতকে বিষয়টি অবহিত করেন। হুজুর সংবাদ পাওয়ার পর স্থানীয় আলেম ওলামাদের খবরটি জানান।

পরেক্ষণেই সে রাতে দশটার দিকে মাও. আমিনুল ইসলাম,মুফতী আব্দুল হান্নান,মাও.শহিদুল্লাহ,মুফতী নজরুল ইসলাম,মাও. শাহ আলম,মাও.শহিদুল ইসলাম ফয়েজী,মাও. নুরুজ্জামান,মুহাদ্দিস আব্দুল মজিদ,মাও. আতাউর রহমান মাও.আশরাফুল আলম প্রমুখ আলেম ওলামা সেখানে উপস্থিত হন। এ সংবাদ এতাতী আলেম শুনার পর সে স্থান থেকে পালিয়ে আসে। মসজিদ কমিটি ওলামাদের জানান তিনি চলে যাওয়ার সময় বলে গেছেন। আগামী বৃহস্পতিবার তিনি তার আলেম ওলামা নিয়ে আসবে এবং আপনাদের সাথে এ বিষয়ে বসবেন।

পরে ওলামা হযরতগণ এলাকার সাথীদের খেদমতে সঠিক কথা গুলো তুলে ধরেন। বিভ্রান্তিতে কান না দেয়ার আহ্বান করেন।
এবং মসজিদ কর্তৃপক্ষকেবলেন,আপনারা তাদের সাথে কথা বলে বৃহস্পতিবার যখন যে সময় আমাদেরকে ডাক দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের ডাকে সারা দিয়ে তৎক্ষণাৎ উপস্থিত হবো।

জীবন চলে যেতে পারে এতাতী মাওলানা কখনো ওলামাদের সাথে বসবেনা। আমরা সব সময় আপনাদের অপেক্ষায়!