কুড়িগ্রামে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
একুশে জার্নাল ডটকম
জুন ০৮ ২০২০, ১৯:৪২

রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী বাজারে কুড়িগ্রাম টু রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৪০) নামে একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের জোবেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন রোলারচালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমির হোসেন মোটর সাইকেলে সড়ক অতিক্রমকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির মাছ বোঝাই মিনি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ট্রাকের চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শন (অপারেশন) নয়ন কুমার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।