কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৩ ২০২০, ১৮:০৮

রোকন, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুর্গম পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক গরু পাচারকারি নিহত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ সেপ্টম্বর) ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩৯ এর সাব পিলার ৪/৫ এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহত ছবিল উদ্দিন ওই ইউনিয়নের চর আইরমারী গ্রামের মুসা আলীর পূত্র।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান ও স্থানীয়রা জানান, গরু পাচারের রাখাল ছবিল উদ্দিন তার সহযোগীদের সঙ্গে বৃহস্পতিবার রাতে পাখিউড়া সীমান্ত দিয়ে কালাইয়ের চর হয়ে ভারতের আসাম রাজ্যের মন্ত্রীরচর এলাকায় গরু আনতে যায়। এ সময় বিএসএফ-৪১ ব্যাটালিয়ন’র সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে দুই রাউন্ড গুলি বর্ষণ করে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে ছবিল উদ্দিন। সহযোগীরা তাকে সেখান থেকে দেশের অভ্যন্তরে তার গ্রামের বাড়িতে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম-২২ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর পাখিউড়া সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে আমাদের টহলরত বিজিবি সীমান্তে কোনো লাশ পায়নি। বিএসএফের গুলিতে কেউ নিহত হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি।

এই বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের দলটি ফিরে আসলেই বিস্তারিত জানা যাবে।