কুড়িগ্রামে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা বিতরণ, রেকর্ডিং থাকবে সেন্ট্রাল ডাটাবেজে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২১ ২০২২, ১৬:৪৭

রোকন সরকার, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যদের বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কুড়িগ্রাম শহরের শাপলা চত্ত্বরে ট্রাফিক পুলিশ বক্সে আনুষ্ঠানিকভাবে এসব ক্যামেরা হস্তান্তর করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

এ সময় প্রাথমিক পর্যায়ে প্রাপ্ত বডি ওর্ন ক্যামেরাগুলো (৩২ টি) পুলিশ সুপার মহোদয় কুড়িগ্রাম জেলার সকল থানা, ডিবি ও ট্রাফিক পুলিশ সদস্যদের নিকট হস্তান্তর করেন। পুলিশ সুপার জানিয়েছেন, কোন পুলিশ সদস্য চাইলেই এ ক্যামেরার রেকর্ডিং মুছে ফেলতে পারবেন না। রেকর্ডিং সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকবে।

দুর্নীতি ঠেকাতে ও জনগণের সঙ্গে ‘ভুল বোঝাবুঝির’ অবসান করতে পুলিশকে বডি ওর্ন ক্যামেরা দেয়া হচ্ছে। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে জিপিএস প্রযুক্তির সহায়তায় যেকোনো স্থানে বসেই ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করতে পারবেন। এ ছাড়াও পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা,জান্নাত আরা বলেন,বডি ওর্ন ক্যামেরা বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নতুম এক মাত্রা যোগ করেছে। এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এর সঠিক ব্যবহার অপরাধ তথা অপরাধী শনাক্তের জন্য যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি পুলিশ সদস্যদেরও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ।

এ সময় পুলিশ সুপার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কাজিউল ইসলাম, মেয়র কুড়িগ্রাম পৌরসভা,জনাব রাজু মোস্তাফিজ, সভাপতি, প্রেসক্লাব কুড়িগ্রাম জনাব আব্দুল খালেক ফারুক, সাধারণ সম্পাদক প্রেসক্লাব কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলার গন্যমাণ্য ব্যক্তিবর্গ সহ মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স), জনাব মোঃ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল), জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সদর সার্কেল), ডিআইও-১,অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর,নাগেশ্বরী, উলিপুর, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, রাজারহাট, রৌমারী,ডিবি, টিআই-১ সদর ট্রাফিক আইসি সদর ফাঁড়ী ও জেলা পুলিশ কুড়িগ্রামের অন্যান্য সদস্যবৃন্দ।