কুড়িগ্রামে পিতার হাতে পুত্র খুন
একুশে জার্নাল ডটকম
মে ০১ ২০২০, ১৯:২২
রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে পিতার বিরুদ্ধে পুত্রকে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার (১লা মে) উপজেলার রাজারহাট ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, চান্দামারী গ্রামের আঃ হাই ঝুনুর পুত্র আহসান হাবিব সানু(৩২)এর দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার (৩০এপ্রিল) দুপুরে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা আহসান হাবিব সানুকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে গুরতর আহত করে। পরে এলাকাবাসীরা সানুকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার(১লা মে) দুপুর পৌনে ১.৩০ ঘটিকায় সানু চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার(সানু)। পিতা পালিয়ে যায় বলে জানায় এলাকাবাসী সানু পার্শ্ববর্তী চান্দামারী উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত ছিল।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বলেন, নিহতের পিতা ২য় বিবাহ করলে তাদের দুজনের মাঝে মধ্যেই বিরোধ দেখা দিতো। সে(সানু) তার সৎ মাকে সহ্য করতে পারতনা বলে জানা গেছে। গতকাল(৩০ এপ্রিল) আবার বিরোধ দেখা দিলে মারামারি একপর্যায়ে সানুকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর হাসপাতালে পাঠায় এলাকাবাসী। তিনি আরো বলেন,’আমাকে গতকাল জানানো হয়নি,আজ সে(সানু) মারা যাওয়ার পর আমাকে অভিযোগ জানানো হয়।এখন মামলা ও আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান।