কুড়িগ্রামে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু
একুশে জার্নাল ডটকম
জুন ০৬ ২০২০, ১৯:৩৫

রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে, ব্রহ্মপুত্র নদে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটির নাম খাদিমুল ইসলাম। শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
খাদিমুল কুড়িগ্রাম সদর যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানি পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সুত্র জানায়, সকালে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের পাড়ে খেলছিল, শিশু খাদিমুল ইসলাম। এক পর্যায়ে নদে পড়ে ডুবে যায় সে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে নদীতে খুঁজতে থাকে। পরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা এরপর তাকে উদ্ধার করে নিয়ে আসে
যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।