কুড়িগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১২ ২০২০, ১২:৫০

কুড়িগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শামসুল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ী উলিপুর উপজেলার মিনা বাজারে। ঘটনাটি ঘটে সকাল ৭ দিকে কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন এলাকায়।

জানা যায়, বুধবার সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা অজয় পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে কুড়িগ্রামগামী আহসান পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর স্থানীয়রা ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে গুরুতর আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান।

স্থানীয় এলাকাবাসী সজল জানান, সকাল ৭ দিকে বিকট শব্দে শুনে রাস্তায় এসে দেখি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রাম সত্যতা নিশ্চিত করেছেন।