কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৬ ২০২২, ১৮:৪১

রোকন সরকার, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে সিডির মোড় এলাকায় ট্রাক্টরচাপায় আলিফ হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আলিফ একই এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল আলিফ।এ সময় যাত্রাপুর থেকে কুড়িগ্রামগামী বালু বোঝাই একটি ট্রাক্টর শিশুটিকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আলিফের মৃত্যু হয়।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।